বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সিগারেটের আগুন মার্কেটে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে তাৎক্ষণিক লামার বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে পৃথক দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম গনমাধ্যমকে বলেন, সিগারেটের আগুন থেকে ওই মার্কেটে আগুন লাগে। দুইটি ফায়ার স্টেশন থেকে পৃথক দুইটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর