চট্টগ্রামের চকবাজার দেবপাহাড়ে একটি ভবনের ছাদে রাখা পানির ট্যাংকের ভেতর থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে আটক করার কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা।
তিনি জানান, রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এসময় গ্রেফতার এড়াতে ছাদের উপর পানির ট্যাংকে লুকিয়ে থাকেন তিনি। পরে সেখান থেকে তাকে বের করে আনা হয়।
আইনি প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের এই কর্মকর্তা।
এদিকে দেবপাহাড়ের বাসা থেকে কাবেরীকে গ্রেপ্তারের ঠিক তার ফেসবুক টাইমলাইনে ২৯ সেকেন্ডের এক লাইভ ভিডিও প্রচার করেন। এ সময় বহিরাগত একদল লোকের চিৎকার-চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। এ সময় কিছু লোক কাবেরীর বাসায় হামলার চেষ্টা করে। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে নিয়ে যান। চকবাজার থানার পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল লোক মিছিল করে। তবে তারা কোন দলের, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নাজনীন সরওয়ার কাবেরীর নামে কোনো মামলার খবর পাওয়া যায়নি। এ কারণে তিনি নিজ বাসাতেই থাকতেন বলে তার পারিবারিক একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, তিনি কক্সবাজারের রামু উপজেলার সাবেক রাষ্ট্রদূত ওসমান সরোয়ার আলম চৌধীর মেয়ে ও কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।
এনইউ/জই