স্বর্ণ চোরাচালানের ঘটনায় এবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মত ফ্লাইট জব্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর নামের ফ্লাইটটি জব্দ করে চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগ।
এর আগে সকালে শাহ আমানতে দুবাই থেকে আসা উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে দুই কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়, যার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় আতিয়া সামিয়া নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, ‘এত বড় একটি চালান একজনের পক্ষে একা লুকিয়ে আনা সম্ভব নয়। এখানে বিমানের মধ্যে থাকা স্টাফরাও জড়িত। তাই আমরা বিমানটি জব্দ করেছি। তবে বিমানটি তার রুটিন অনুযায়ী চলাচল করতে পারবে। জব্দ করার নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছি। আমরা অফিশিয়ালি বিমানের পাইলট ও ক্রুদের জবাবদিহিতার আওতায় আনব। ডক্যুমেন্টসগুলো খতিয়ে দেখব। বিমানের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ আমরা দেখব, বলেন কাস্টমসের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘যে নারীকে গ্রেফতার দেখানো হয়েছে তিনি দুবাইয়ের একটি জুয়েলারি দোকানের বিক্রয়কর্মী। তিনি সোনা চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এনইউ/জই