নির্বাচনী প্রচারণায় মুখর এখন নগর জনপদ।গানে শ্লোগানে জনসংযোগে প্রার্থী, কর্মীরা ভোটারদের জানান দেন তাদের উপস্থিতির কথা।হাত মেলানো,বুক মেলানোর পাশাপাশি অন্ত্যমিলের শ্লোগানে, গানে নজর কাড়া জমজমাট আয়োজন। কোথাও কর্মী সমর্থক, কোথাও চলমান খালী ট্যাক্সিতে চলে গান -শ্লোগান। ভোটের ফলাফল যাই হোক মাঠ কাঁপানো প্রচারণা সাধারণ মানুষকে মনে করিয়ে দেয় নির্বাচনের কথা।নৌকা,লাঙ্গল,ঈগল কেটলি ফুলকপির মত নানা প্রতীকের গান -শ্লোগানে শীতের সকাল থেকে পড়ন্ত বিকেলে চড়াচ্ছে অন্যরকম উষ্ণতা।
নগরের এনায়েত বাজার এলাক,শ্লোগানমুখর ট্যাক্সী ছুটে চলছে ৯ আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল নৌকার শ্লোগান বাজিয়ে। ভেতরে একজন বসা ভাবলেশহীন ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক,নওফেল ভাইয়ের মার্কা কি,হেই বলরে বল,ইনশাল্লাহ জিতবে” এরকম হাজার কথার অন্ত্যমিলে সাজানো শ্লোগান – যেন নির্বাচনী কবিতা।
অন্ত্যমিল দিয়ে শ্লোগান কেন এক সমর্থক বলে দিলেন” এতে জোস পাই।তাছাড়া শ্লোগানতো আমাদের রাজনৈতিক ও নির্বাচনী সংস্কৃতির ঐতিহ্য। এটা হুট করে বানানো কিছু নয়।নৌকা স্বতন্ত্রের কলরবেই মুখর বেশি নগর জনপদ। অনেক প্রার্থী বানিয়েছেন নির্বাচনী গান চেনা কথা আর মেঠো সুরে।চান্দগাও এলাকায় এক দোকানদার এক প্রার্থীর নির্বাচনী গান শুনে বলেন নির্বাচনে সবাই থাকলে আরো কিছু গান- শ্লোগান শোনা যেত।এ কোলাহল ভালোই লাগে।