প্রচারণায় অসহিষ্ণুতার জায়গা বড় হচ্ছে। কোন কোন কোন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
বিএনপি জামায়াতসহ কিছু বিরোধী দল নির্বাচনে নেই।যতটা নিরীহ, নিরুত্তাপ ধরণের নির্বাচন হবে ভাবা হচ্ছিল সে ধারণা যখন পাল্টাচ্ছিল স্বতন্ত্র প্রার্থীদের মাঠ গরম করা প্রচারণায় তখন কোথাও কোথাও নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সংঘাতে জড়াচ্ছে।
গতকাল বাঁশখালী ও সাতকানিয়ায় সংঘর্ষ হয়েছে। আজ পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী কর্মসূচিতে বাধা দেয়ার ঘটনায় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান পটিয়ার কাশিয়াইশে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণাকালে একদল লোক কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়।এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শামসুল হক পুত্র শারুন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।চলমান পরিস্থিতিতে বাঁশখালী,সাতকানিয়া ও পটিয়াকে সংঘাত প্রবন এলাকা হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীও।
এসব আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই অসহিষ্ণু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে মন্ত্রী এমপিদের কেউ কেউ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র, এটাকে অনেকে প্রেস্টিজ ইস্যূ হিসেবে নিয়েছেন, অন্যদিকে মনোনয়ন প্রাপ্তদের বিরুদ্ধেও স্বতন্ত্র অনেকর টেনে নামানো ধরনের ক্ষোভ ও অভিলাষ আছে উল্লেখিত আসন সমূহে।এ কারণেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে পরিস্হিতি।