সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বৈঠকের অতিথি তালিকায় নাম নেই, ফিরে যেতে হলো অলিকে

চাটগাঁর চোখ ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এতে অংশ নিতে গিয়েও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। একই কারণে ফেরত গিয়েছেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদও।

দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সালাহ উদ্দীন রাজ্জাক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের আমন্ত্রণে বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার পর ফরেন সার্ভিস একাডেমির সামনে যান অলি আহমদ ও রেদোয়ান আহমেদ। পরে অতিথি তালিকায় নাম না থাকার বিষয়টি জানানো হলে বিকেল সাড়ে ৩টার দিকে সেখান থেকে ফেরত যান তারা। এদিন বিকেল সোয়া ৪টার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়।
সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। এরপর উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।

তিনি জানান, ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে এলডিপির সভাপতি ও মহাসচিবকে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দাওয়াত দিয়েও অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর