পচা ডিম ও মেয়াদবিহীন ফ্লেভার দিয়ে ‘সুস্বাদু’ কেক তৈরি হচ্ছিল একটি বেকারিতে। তবে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে যায়। ফলে নগরের আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কের ওয়াসি ফুড নামে ওই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার আদালত এই জরিমানা করেন।
এ ছাড়া বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে।
এনইউ/জই