শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম মহানগরে বিএনপির সব থানা ও ওয়ার্ড কমিটি বাদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীরের আওতভুক্ত সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর একটি রেস্তোঁরায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। এসময় দ্রুত নতুন কমিটি গঠন করারও ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়েন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সদস্য সচিব নাজিমুর রহমানসহ আহ্বায়ক কমিটির নেতারা সংবাদ সম্মেলনে ছিলেন। এরশাদ উল্লাহ বলেন, ‘আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক যে ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি আছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো আমরা বিলুপ্ত ঘোষণা করলাম। অল্প কিছুদিনের মধ্যে দলের যারা ত্যাগী নেতাকর্মী আছেন, আন্দোলন-সংগ্রামে যাদের অবদান আছে, তাদের মাধ্যমে থানা ও ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। এরপর ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি গঠন করা হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, আমাদের গঠনতন্ত্রেও এটা আছে।’

দলের মধ্যে অনুপ্রবেশকারী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখিত নির্দেশনা দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছেন। বিএনপিতে নতুন কোনো লোক প্রবেশের কোনো সুযোগ নেই। এখন মিছিলের পেছনে কেউ যদি চলে আসে, আমাদের তো কিছু করার নেই। তবে অনুপ্রবেশকারী কাউকে কমিটিতে নেয়া হবে না।’
কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, ‘আমাদের দলের কেউ দখল-চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকলে, তথ্যপ্রমাণ পেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রশাসন নেবে, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না।’

সংবাদ সম্মেলন থেকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর তীব্র প্রতিবাদ জানান চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর