শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

চিন্ময়ের আইনজীবী অনুপস্থিত, জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

নিজস্ব

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে দেয়া হয়েছে। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিনে রাষ্ট্রপক্ষের সব আইনজীবী উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ব্যতীত সকল যান প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ব্যক্তিগত গাড়িও তল্লাশি করে এরপর আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। আদালতে প্রবেশ মুখেই পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর