বিএনপির ডাকা হরতালের আগের দিন থেকেই নাশকতা শুরু। চন্দনাইশে দাড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূষ্কৃতিকারীরা।
চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় মঙ্গলবার রাতে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটি পুড়িয়ে দেওয়া হয় বলে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান।
তিনি বলেন, “রাত আড়াইটার দিকে খবর আসে বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও।“
বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কারা আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখছে পুলিশ।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে বিএনপি এবার চতুর্থ দফা হরতাল করছে। গত ২৯ অক্টোবর থেকে এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।
দফায় অবরোধ-হরতালে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপিকেই দায়ী করে আসছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা।