সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিনিয়র সাংবাদিক মাহবুব উল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর সাবেক সহকারী সম্পাদক মাহবুব উল আলম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)।

আজ সোমবার দুপুর ২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ছাড়াও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ছিলেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রচুর লেখা রয়েছে। কবিতাও লিখেছেন প্রচুর। এছাড়া সূফিতত্ত্ব নিয়ে কাজ করেছেন তিনি। অসংখ্য তরুণ সাংবাদিকের প্রেরণার উৎস ছিলেন এই নিভৃতচারী সাংবাদিক নেতা।
প্রবীণ এই সাংবাদিকদের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর