চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। আজ রোববার দুপুরে শোক মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী এ দাবি জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার সাইফুল হত্যাসহ আদালত প্রাঙ্গণে যেসব সহিংস ঘটনা ঘটেছে, সেসব ঘটনার প্রতিটি মামলায় চিন্ময় দাসকে আসামি করতে হবে।এছাড়া পুলিশও এই ঘটনায় দায় এড়াতে পারে না।তাদেরও গাফেলতি ছিল। কারণ আমরা চট্টগ্রামে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে কোর্টে আনতে দেখেছি। তাদের বেলায় পুলিশ ওইসব নেতার সমর্থকদের কাছে ভিড়তে দেয়নি। অথচ চিন্ময় দাসের বেলায় দেখলাম, যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন তাঁর সমর্থকেরা গাড়ি আটকে দেয়। পুলিশের মাইক ব্যবহার করে তিনি বক্তব্যও দেন। ছেন। তার বক্তব্য উসকানিমূলক ছিল। ওই বক্তব্যের পরেই ভাঙচুর ও সন্ত্রাসের শুরু। এরপর সাইফুলকে হত্যা করা হয়।
আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শী-সাক্ষী রয়েছেন। আমি পুলিশকে অনুরোধ করব, এই মামলার অভিযোগপত্র দ্রুত দিন। যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। আমরা সাইফুল হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
সমাবেশে অন্যদের মধ্যে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক কাশেম কামাল প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুর ২টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক র্যালি বের হয়। র্যালিতে আইনজীবীরা বুকে কালোব্যাচ ধারণ ও হাতে কালো পতাকা নিয়ে ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি আদালতের দোয়েল ভবন চত্বর হতে শুরু হয়ে নগরের লালদীঘি মোড়, কোতোয়ালি থানা মোড়, নিউমার্কেট মোড়, আমতল মোড়, সিনেমা প্যালেস মোড় হয়ে আবার দোয়েল চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আইনজীবীরা।
এদিকে টানা দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি ছিল। আগামীকাল সোমবার থেকে অবকাশকালীন ছুটিতে বন্ধ থাকবে আদালতের কার্যক্রম। তবে ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলবে।
এনইউ/জই