চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা আমদানি করা ১০ কোটি টাকার সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গতকাল রোববার (১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কনটেইনারটি কায়িক পরীক্ষা শেষে মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানির বিষয়টি নিশ্চিত হন চট্টগ্রাম কাস্টমসের এআইআর টিম।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, ‘গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে কনটেইনারটি আমদানি করা হয়। থাইল্যান্ড থেকে আসা ২০ ফুট দৈর্ঘের ওই কনটেইনারে পরীক্ষা করে দেখা যায়, ৭৪০ কার্টনে ল্যামার ব্র্যান্ডের ৭৪ লাখ শলাকা সিগারেট রয়েছে। যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে রাজস্ব ফাঁকির চেষ্টা করায় চালানটি জব্দ করা হয়েছে।
এনইউ/জই