মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিত্তবানেরা আসুন শীতার্তদের পাশে: মেয়র

পাঁচশ শীতার্তের হাতে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র তুলে দিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

১৮ ডিসেম্বর (সোমবার) সন্ধায় টাইগারপাস এলাকায় সংগঠনটির ‘শীতের আমেজ-০২’ নামের শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করার পর বিভিন্ন রাস্তা ঘুরে বিভিন্ন বয়স ও পেশার মানুষদের মাঝে মেয়র শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় মেয়র সমাজের বিত্তবানদের দরিদ্র জনগেণের সহায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব।

সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ জানান, “কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সকল প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে গতবছরের ন্যায় এবারও ২ হাজার মানুষকে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে ।

এসময় আরও উপস্থিত শাওন ঘোষ, কামরুল ইসলাম, মেহরাজ উদ্দিন, সাকিফুল ইসলাম, সাফায়েত মোর্শেদ, আদনান সাকিবসহ দূর্বার তারুণ্য’র নেতৃবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর