সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্টদের ভূত এখনো সিডিএ’র মাথায়!

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও সামগ্রিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছিল সিডিএ।শনিবার সিডিএ সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় দেখানো হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ভিডিও। সভায় যোগ দেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ।

এ দৃশ্য দেখে আদিলুর রহমান বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা আপনারা এখনো ধারণ করছেন না। ফ্যাসিবাদ সরকারের ভূত এখনো মাথা থেকে যায়নি। কোথায় কী দেখাতে হবে সেই বোধও আপনাদের হয়নি?’
তিনি আরও বলেন, ‘আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদের কোনো প্রস্তুতি নেই। প্রকল্প উপস্থাপনে কী কী ছবি ও ভিডিও যাচ্ছে তা আগে থেকে দেখা দরকার ছিল কিন্তু আপনারা তা করেননি।’

এ সময় নুরুল করিম সিডিএ কর্মকর্তাদের পক্ষ থেকে উপদেষ্টাকে ‘সরি’ বলেন। এ সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর