চট্টগ্রামের পাথরঘাটায় ভাংচুরে ক্ষতিগ্রস্ত শান্তেশ্বরী মন্দির ও জগৎবন্ধু আশ্রম পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরিদর্শনকালে তিনি মন্দির সংশ্লিষ্ট সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি মন্দির ভাংচুরের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এছাড়া তিনি রঙ্গন সিনেমা হলের গলি, যেখানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই স্থানও পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা এবং কোতোয়ালী থানা পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনইউ/জই