সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বায়েজিদে অপহৃত ব্যবসায়ী হাটহাজারীতে উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ থেকে অপহরণ হওয়া এক ব্যবসায়ীকে হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে হাটহাজারী মোড় বাস টার্মিনাল এলাাকা থেকে হারুন রশিদ (৫৩) নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ জানান, ২৬ নভেম্বর ব্যবসায়ী হারুন রশিদ অপহরণ হওয়ার পর পুলিশ গোয়েন্দা তৎপররা শুরু করে। পরে হাটহাজারী থানাধীন হাটহাজারী মোড় বাস টার্মিনাল সংলগ্ন দরবার হোটেলের সামনে অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যমতে ব্যবসায়ী হারুন রশিদকে উদ্ধার করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর