ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে (৫৫) নগরীর অক্সিজেন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়। তবে বুধবার ভোরে রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
রাউজানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তারের কথাও জানান ওসি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন এলাকা থেকে হারুনুর রশিদকে অপহরণ করে রাউজানে আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি স্বজনরা নগরীর বায়েজিত বোস্তামী থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার এবং অবহরণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমাদের টিম এখনো বাইরে আছে। থানায় আসলে বিস্তারিত জানাতে পারব।
এনইউ/জই