চট্টগ্রামের খুলশী থানার অভিযানে ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির নাম মোঃ ইব্রাহিম রানা (৬০)। তিনি অর্থঋণ মোকদ্দমা নং- ৪২৯/ ২০২১ (গুলশান) সংক্রান্ত আদালত কর্তৃক ৬ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
বুধবার (২৭ নভেম্বর) থানার এসআই নুরুল ইসলাম দিপু, এএসআই মোঃ মানিক মিয়া, এএসআই মোহাম্মদ ফারুক ও এএসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ চকবাজর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই নুরুল ইসলাম দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই