দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এমন মন্তব্য করেন। সংগঠনের পক্ষে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী।
তিনি বলেন, ‘ফেসবুকসহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তা–ই নয়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে’।
এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি বলে, ‘পতিত স্বৈরাচারের দোসররা সুযোগ নিয়ে লুটপাট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দিতে চেষ্টা করতে পারে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে’।
লিখিত বক্তব্যে মোহাম্মদ হাসান আলী আরো বলেন, এই মুহূর্তে আমাদের সবাইকে খুবই সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে–বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে’।
এনইউ/জই