চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। বুধবার সকালে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন। জানাজায় ইমামতি করান মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
পরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। সেখানে জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
পরে কফিন নিয়ে যাওয়া হয় আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুনতিতে।
এদিকে আইনজীবী হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।
এর আগে গতকাল সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে নগরীর লালদিঘীর পাড় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন করা হয় । এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত বর্জনের ঘোষণা দেয়।
এনইউ/জই