মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ইসকন নিষিদ্ধসহ ৩ দাবি বৈষম্যবিরোধীদের

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। মঙ্গলবার বিকাল থেকে রাত আটটা পর্যন্ত তারা নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া ইসকন নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেফতার ও বিচারসহ তিন দফা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। এসময় শিক্ষার্থীরা রাষ্ট্রদোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় দাশের ফাঁসির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এছাড়া মসজিদ ভাঙচুর করেছে। আমরা চিন্ময়ের ফাঁসি চাই এবং ইসকন নিষিদ্ধ চাই।
এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ওরা আমাদের সহযোদ্ধাকে শহীদ করেছে, আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। কোনোভাবে তাদের এই ষড়যন্ত্রকে সফল হওয়ার সুযোগ দেওয়া যাবে না। ঐক্যের বিকল্প নেই।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর