চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম ছাড়া আরো ৩ বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
এদের মধ্যে খুলনায় নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার। রাজশাহীতে পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং সিলেট বিভাগে নিয়োগ পেয়েছেন পদোন্নতিজনিত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. রেজা-উন নবী।
এনইউ/জই