শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

২২ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

নগরীর কোতোয়ালী এলাকা থেকে ২২ বছর পর হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আজিজুল হক (৫১) রাঙ্গুনিয়ার উত্তর হিংগলা এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিনি রাউজান থানার হত্যা ও অস্ত্র মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাউজান থানার হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আজিজুল হককে নগরের কোতোয়ালীর হোটেল সোনালীর সামনে রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আজিজুল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর