শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

বাকলিয়ায় ৩ দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

নগরীর বাকলিয়া থানাধীন লামাবাজার এলাকায় তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিস লামাবাজার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে ১৭ লাখ টাকার মতো সম্পদ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে পরে জানানো হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর