বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অভিযানে নগরীর চান্দগাঁওয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল থেকে আজ শনিবার (২৩ নভেম্বর) ভোররাত পর্যন্ত নগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ হান্নান (৩৩), মোঃ আরাফাত (১৯) এবং মোঃ আকবর হোসেন (২৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর