নগরীর চান্দগাঁও টেকবাজার পুল এলাকা থেকে ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সিএমপি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।
পুলিশ সূত্র জানায়, টেকবাজার এলাকার জনৈক শাহেদের বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪নং কক্ষে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এনইউ/জই