নগরীর আকবরশাহ এলাকায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই আসামির নাম রায়হান উদ্দিন। তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি। বৃহস্পতিবার দুপুরে আকবর শাহ থানাধীন বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। হামলার পরে আকবর শাহ থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মফিজ, ইকবাল, ফয়েজ ও শিমুল মিয়া নামে চারজনকে গ্রেপ্তার করে। ওই চারজন হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এনইউ/জই