মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ছাত্র আন্দোলন : হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চান্দগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় ছাত্রলীগের নগর কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরের চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মো. ইছমাইল হোসেন বাতেন (৩১) ফেনীর পশুরাম থানার পশুরাম পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ী আব্দুল মান্নানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর