বাংলাদেশে যা অর্জন তা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: এ টি এম পেয়ারুল ইসলাম চট্টগ্রাম জেলা পরিষদের বিজয় দিবস -২০২৩ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, স্বাধীনতার পর বিগত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন, তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করবে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুণে বরকত, প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। তাই তিনি সব কাজে সফল হন।
জাতীয়, আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র তাকে দমাতে পারেনি, আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, আরও যাবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থবহ করতে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দিবো- বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত হবে, ইনশাল্লাহ।
আলোচনা সভার শুরুতে ১৯৭৫ এর ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, শহিদ বুদ্ধিজীবীসহও আত্মীয়-স্বজন, ৩রা নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে নিহত শহিদ মুক্তিযেদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বোরহান উদ্দিন মোঃ এমরান, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ,এইচ এম আলী আবরাহা,চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, উপ-সহকারী প্রকৌশলী রথিন্দ্র নাথ সেন, অপু কুমার বড়ুয়া, মো: মোরশেদ আলম, মো: এজাজ, মোহাম্মদ ওয়াহিদুর রহমান,শহীদুল ইসলাম পিন্টু, ইসমাইল হক চৌধুরী ফয়সাল| দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম সিটি বিশ^বিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরী।প্রেস রিলিজ