শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে ৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদ পাড়া এলাকায় জুয়ার আসর থেকে খেলার সরঞ্জাম ও টাকাসহ ৯ জনকে আটক করেছে থানার পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জনৈক জমিরুল ইসলামের ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ ইব্রাহিম (৪২), মোঃ সামছুদ্দিন (৩৫), মোঃ নাছির উদ্দিন (৪০), মোঃ আকতার কামাল (২৮), মোঃ জসিম (৩০), মোঃ আকতার কামাল (২৮), মোঃ শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), নুর মোহাম্মদ (৪০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।

পুলিশ জানায়, ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর