মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষকদের কাজ পড়ানো, দলাদলি করা নয় : মেয়র

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের কাজ পড়ানো। তাদের মনযোগ থাকবে একাডেমিক দিক নিয়ে। সুতারং তারা সেসব বাদ দিয়ে রাজনৈতিক দলাদলি বা গ্রুপিং নিয়ে ব্যস্ত হলে তা খুবই দুঃখের। সুতারাং তাদের এসব বিষয়ে ব্যস্ত থাকা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা অফিসের বাহিরে। সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে চর্চা করা উচিৎ নয়। তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের আমি আসতে বারণ করি। অথচ আমিই সন্ধ্যা হলে দলীয় কার্যক্রমে যাই।

সুতারাং নিজের কর্মস্থলের সময় নষ্ট করে কেউ দলাদলি করার চেষ্টা করলে তা আমি বরদাস্ত করব না। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ফাঁকি দেয়া যাবে না উল্লেখ করে মেয়র বলেন, ছাত্ররা যাতে ঠিকমত পড়াশোনা করে ,ঠিকমত যাতে তারা ক্লাসে আসে, কোনো ছাত্র ক্লাস যাতে ফাঁকি না দেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত যে টাইমিং আছে সে টাইমিংয়ে যাতে সবাই একাডেমিক কার্যক্রমে থাকে তা নিশ্চিতে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। কোনো শিক্ষক যাতে বাড়ির পাশে পোস্টিং থাকায় ক্লাসের ফাঁকে বাসায় চলে না যান, সেটাও লক্ষ্য রাখতে হবে।
বৈষম্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহবান জানিয়ে মেয়র বলেন, যে আন্দোলনের মাধ্যমে আজকে একটি গণঅভ্যুত্থান হয়েছে সে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল কনসেপ্টটা ছিল মেধার মূল্যায়ন নিশ্চিতকরণ। ওই আদর্শকে সমুন্নত রেখে আমরা যদি চলি তাহলে আমরা সমস্ত দলাদলি ভুলে গিয়ে দেশ গঠনের কাজে ছাত্রদেরকে যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই শিক্ষাই অবশ্যই দিব।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের মান গত কয়েক বছরে কমে গেছে বলে অভিযোগ করেন একাধিক সিনিয়র শিক্ষক। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে তাদের দেয়া পরামর্শের মধ্যে ছিল- যে সমস্ত প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে সেগুলোর প্রধানদের ভারমুক্ত করা। প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা। শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বেতন ফি ইত্যাদি মওকুফ করা। এছাড়া শিক্ষকদের নামে বেনামি চিঠি দিয়ে হয়রানি বন্ধ এবং রাজনৈতিক ট্যাগ লাগিয়ে শিক্ষক হয়রানি বন্ধ করার দাবি জানান শিক্ষকরা।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন ও শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারসহ চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর