মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

পাহাড়তলীতে বন্দুকসহ দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাহাড়তলী গয়নাছড়া খালসংলগ্ন হাজী ক্যাম্প এলাকা থেকে দোনলা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে  তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন –মো. আলমগীর (৩০) ও আব্দুস সাত্তার সোহেল (৪০)।

রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ।

কাজী তারেক আজিজ জানান, গ্রেপ্তারকৃত আসামিরা গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, যা পুলিশের নজরে আসার পর পুলিশ তাদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর