চট্টগ্রাম নগরে পাহাড়তলীর একটি বেকারিতে গভীররাতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগরের একটি বেকারিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক অপারেটর।
তিনি জানান, রাত সোয়া ১টা দিকে সরাইপাড়া এলাকায় একটি বেকারিতে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বেকারির চুল্লি থেকে আগুন আশপাশের ৩ টি ছোট ঘরে ছড়িয়ে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
এনইউ/জই