চট্টগ্রামের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় মধ্যরাতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সড়ক পেরিয়ে সংঘর্ষ অলিগলিতেও ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ মধ্যরাতের এমন ঘটনায় আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, জায়গা দখল সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষে গোলাগুলির বিষয়টি স্থানীয় লোকজন নিশ্চিত করলেও অস্বীকার করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও সংঘর্ষ হলেও গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
এনইউ/জই