বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে ৬০ অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) অভিযান চালিয়ে নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে র‌্যাম্পের অনুমোদিত এলাইমেন্টের মধ্য থেকে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম তাহমিনা আফরোজ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চউক কর্মকর্তা আলমগীর খান, সহকারী প্রকৌশলী মোঃ মোর্শেদুল হক চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সুমন চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মেঃ শফিকুল ইসলাম, ইমারত পরিদর্শক এ এস এম মিজান, মোঃ শাহাদাত হোসেন, সার্ভেয়ার চৌধুরী মোঃ কাইছার, তোফাজ্জল হোসেন, পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর