মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নানা ধরনের উদ্যোগ নিয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) সূর্যোদয় কালে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে চসিকের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণস্থ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
পরবর্তীতে সকাল ৭ টায় টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সকাল ৮টা ১ মিনিটে চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড মাঠে কর্পোরেশনভুক্ত স্কুল-কলেজ সমূহের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ সংঘটিত হবে। সকাল সোয়া ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াত, সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সিটি কর্পোরেশনের পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়ানোর পর সকাল ৮:৪০ মিনিটে ভাষণ দিবেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সকাল ৮টা ৫৫ মিনিটে প্যারেড পরিদর্শন এবং কর্পোরেশনভুক্ত স্কুল-কলেজ সমূহের স্কাউট, গাইড, রোভার-রেঞ্জার ও ক্লাব দলের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করবেন নগর পিতা। সকাল ৯টা ৪৫ মিনিটে ধন্যবাদ জ্ঞাপন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা, সকাল ৯টা ৫০ মিনিটে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে অনুষ্ঠান, সকাল ১০টা ৫৫ মিনিটে সমাবেশ স্থলে কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।