নগরীর হোলপাহাড় মোড়ে এক বিদেশী শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের দায়ে এক যুবককে গ্রেপ্তার হয়েছে।বিদেশি ওই শিক্ষার্থীর নাম ফাতেমা শরীফি।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের আন্ডার ১ লেভেলর ওই শিক্ষার্থী রাতে হোস্টেলে ফেরার পথে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এলাকায় ছিনতাইয়ের শিকার হন।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান গ্রেপ্তার মো. সজীবের (৩০) বাড়ি খুলশী থানার ঝাউতলা কালুর মার কলোনিতে।
ওসি বলেন, রাতে দুই সহপাঠীর সঙ্গে ফাতেমা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে হোস্টেলে ফিরছিলেন। সে সময় সজীব তাদের পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চকবাজারে থানায় মামলা হলে সজীবকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষার্থীর মোবাইল ফোন, ব্যাগ, এটিএম কার্ড ও বিশ্ববিদ্যালয়ের কার্ড উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, সজীবের বিরুদ্ধে খুলশী ও চকবাজার থানায় দুইটি মামলা রয়েছে।