মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বেপরোয়া বাইক রেসিং, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেলো দু‌ই আরোহীর

নিজস্ব প্রতিবেদক

নগরীর ইপিজেড থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

গত ২৮ আগস্ট যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে-টি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করে দেওয়ার পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা। নিহত দুইজন হ‌লেন, রু‌বেল (৩৬) ও মোক্তার (২৮)। দুজ‌নের বা‌ড়ি নগ‌রীর সদরঘাট এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পতেঙ্গা থেকে দুই মোটরসাইকেল আরোহী এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় পৌঁছার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ( ইলেকট্রিক পোল) ধাক্কা দেয়। এতে দুজন ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত‍্যক্ষদর্শীদের অভিযোগ, রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অসংখ‍্য মোটর সাইকেল রেসিং শুরু করে। তাদের বেপরোয়া রেসিংয়ে এক্সপ্রেসওয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তারা বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর