চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিকের বিভিন্ন ওয়ার্ডে যারা আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন, তারা ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্ন কর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিতেন। আর কর্মীকে ৭/৮ হাজার টাকা দিয়ে বাকিটা নিজেদের পকেটে রেখে দিতেন।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, পরিচ্ছন্ন কর্মীরা যদি কাজে যোগ না দেন, তাহলে তাদের বাদ দিয়ে নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে।
চট্টগ্রাম শহর সবার উল্লেখ করে মেয়র বলেন, এ শহরটা একা আমার নয়, এটা আপনাদের সবার। তাই সবাইকে এ শহরটা সুন্দর রাখতে হবে। ময়লা আমি রাস্তায় না ফেলে সেটা ডাস্টবিনে ফেলব। মিনারেল ওয়াটার বোতল যেটা আমি রাস্তায় ফেললে বা নালায় ফেললে জলাবদ্ধতা হবে, সেটা আমি ডাস্টবিনে ফেলব। পলিথিন রাস্তায় না ফেলে আমি ডাস্টবিনে ফেলব- এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে।
মাওলানা আতিকুল্লাহ খান (রহ.) এর জীবনী তুলে ধরে তিনি বলেন, যুগে যুগে সুফি সাধকরা এখানে এসেছেন। উনারা ইসলামকে প্রচার করেছেন। মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে নিষেধ করেছেন। মাওলানা আতিকুল্লাহ খান কোরআন সুন্নাহর আলোকে যেভাবে জীবন প্রতিষ্ঠা করেছেন সেই আলোকে আমরা কাজ করে যাব।
ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আব্দুল হক।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামায়ে কেরামগণ ।
এনইউ/জই