মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের মৃত্যুতে চসিক মেয়র এর শোক প্রকাশ

১৩ ডিসেম্বর ( বুধবার) কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মারা গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন মরহুম আরফানুল হক রিফাতকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার তৌফিক দান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর