মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

খুলে দেয়া হলো হাজারী গলির সব দোকান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাজারী গলির সব ধরনের দোকান  খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ‘ইসকন’ নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা প্রশমনে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় ৫৮২ জনকে আসামি করে মামলা হয়। এর মধ্যে ৮২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

হামলার ঘটনায় নগরের বৃহৎ স্বর্ণ ও ওষুধের পাইকারি বাজার হাজারী গলির প্রবেশমুখসহ বেশ কিছু দোকানপাট সিলগালা করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বসান। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা আত্মগোপনে চলে যান।

উত্তেজনা ও হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীর ইন্ধন থাকার তথ্য পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। এ নিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

ওই ঘটনায় ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব বিশ্বাস সাজু ও আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যক্তিগত সহকারী বলরাম চক্রবর্তী বলয়ের ইন্ধন ছিল বলে সন্দেহ গোয়েন্দাদের। তবে এ বিষয়ে প্রশাসনের তরফে এখনো অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি।

এদিকে দোকান খুলে দিলেও ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে অনেকে হয়ত আসতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তবে দুয়েকদিনের মধ্যে পরিবেশ আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা তাদের।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর