চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে দোকানকর্মী নিহতের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা আবদুল নবী লেদু (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে র্যাবের চট্টগ্রাম জোনের একটি দল গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার লেদু নগরীর বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাসা নগরীর অক্সিজেন মোড় এলাকায়।
র্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারী প্রায় ২ হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর সেদিন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি বোমা বিস্ফোরণের পাশাপাশি দা-কিরিচ, লোহার রড, চাপাতি দিয়ে আঘাত করে এবং শটগান ও পিস্তল দিয়ে গুলি করে বহু ছাত্র-জনতাকে আহত করে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ফারুকের বাবা মো. দুলাল নগরীর পাঁচলাইশ থানায় ২৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।
ওই মামলার আসামি আবদুল নবী লেদুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। লেদুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও ৫টি মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এনইউ/জই