শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সার্কিট হাউজে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের পরিচালক  সোনিয়া সুলতানার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

এছাড়া মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও মেট্রোসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি, ছাত্র এবং এনজিও সহ বিভিন্ন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা সবাইকে জানানো হয়।

এসময় সকল ব্যক্তিগত ও দাপ্তরিক ক্ষেত্রে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার হ্রাসের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর