শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আগ্রাবাদে খাবারের দোকানে নানা অনিয়ম, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আগ্রাবাদের মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যপণ্যে জীবাণুবাহী পোকা ও মূল্যহীন পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে তিনটি খাদ্যপণ্যের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৭ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, মস্কো বেকারসকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যপণ্যে জীবাণুবাহী পোকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় ২০ হাজার টাকা, বনফুলকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং মিষ্টি জাতীয় খাদ্যে পোকা থাকায় ১০ হাজার টাকা এবং ফুলকলিকে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং অপরিচ্ছন্ন খাদ্যপণ্য সরবরাহের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর