কক্সবাজার থেকে আসা একটি লোকাল ট্রেন চট্টগ্রামে দেরিতে পৌঁছায় স্টেশন কর্মচারীদের উপর হামলা ও অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে কিছু যাত্রীর বিরুদ্ধে। এ সময় রেলওয়ে বুকিং সহকারীসহ ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান। তিনি বলেন, কক্সবাজারের লোকাল ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়া এবং ট্রেনের কিছু যাত্রী তূর্ণা নিশিতায় টিকেট কাটা ছিল। তারা ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে ট্রেন মিস করায় তারা ক্ষুদ্ধ হয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা ট্রেনের টিকেট চেকার, ঘোষক ও স্টেশনের বুকিং সহকারী গিয়াস উদ্দিনকে লাঞ্চিত করে।এতে ৫ জন আহত হন বলে জানান তিনি।
এনইউ/জই