শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

খুলশীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের খুলশী সেগুনবাগান এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী ও পুলিশ টহল বৃদ্ধি করেছে। শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে খুলশীর ঝাউতলা রোডের সেগুনবাগানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।
ওসি জানান, ‘সেগুনবাগান এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের কথা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠিয়েছি। সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছেন। এতে দুজন আহত হয়েছেন। তাদের চমেকে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক।
সূত্র জানায়, শাহ আলম ও ফারুক নামে দুই নেতার মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনের অনুসারী বলে পরিচিত। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর