সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনে গুলি: চট্টগ্রামে যুবলীগ নেতা ফিরোজ গ্রেফতার

নিজস্ব

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে সায়মন ওরফে মাহিন নামের দোকান কর্মচারী হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি যুবলীগ কর্মী মো. ফিরোজ গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে ফেনী সদর মডেল থানাধীন রামপুর এলাকা থেকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

ফিরোজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার আবদুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও ছিনতাইসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

ওই কর্মসূচিতে ১৬ বছর বয়সি দোকান কর্মচারী সায়মন অংশ নেয়। চট্টগ্রাম নগরীর যুবলীগ কর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. ফিরোজ এবং তার সহযোগীরা শীর্ষ নেতৃত্বের হুকুমে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণ করে।

এ সময় সায়মন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ছাত্র-জনতা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সায়মনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। ফিরোজ সেই মামলার এজাহারভুক্ত আসামি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর