পতেঙ্গা সমুদ্র সৈকতকে আরো দৃষ্টিনন্দন ও বিশ্বমানের করতে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে সৈকতের দোকানগুলোকে সী সাইড থেকে সরিয়ে কান্ট্রি সাইডে নেয়া হবে। এছাড়া পতেঙ্গাকে পর্যটক বান্ধব এবং ডিসি পার্ক থেকে পতেঙ্গা সৈকত পর্যন্ত পুরো এলাকাটিকে বিশ্বমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ‘চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটি’র সাথে পতেঙ্গা সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্ব করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, পর্যটকদের সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণ, সৈকতের দোকানসমূহ সুশৃঙ্খল ও পুনর্বাসন করা, টয়লেট, শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা গ্রহণ, ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবা মূল্য নির্ধারণ, সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য টুরিস্ট পুলিশের অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ ও বিচ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিচ ম্যানেজমেন্ট কমিটি সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. গোলাম মোর্শদ খান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ), সহকারী পুলিশ কমিশনার, হোটেল মোটেল সৈকত ব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সদস্য-সচিব বিচ ম্যানেজমেন্ট কমিটি, চ্যানেল আই ব্যুরো চীফ চৌধুরী ফরিদ প্রমুখ।
এনইউ/জই