চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি, চাকসু’র ভিপি, চবিয়ানদের প্রিয়মুখ মোহাম্মদ নাজিম উদ্দিন রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না…… রাজেউন )
তিনি দীর্ঘদিন ধরে কিডনীরোগে ভূগছিলেন। গত শুক্রবার তাঁর কিডনী ট্রান্সপ্লেনন্টেশনে অপারেশন হয়েছিল। তার মরদেহ চট্টগ্রামে আনার পর জানাজার সময় ও স্হান নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এদিকে,ভিপি নাজিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চবি পরিবার, রাজনৈতিকমহল, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনসহ চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে চবি এলামনাই এসোসিয়েশন, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশন, চবি শিক্ষকমন্ডলী, সাবেক চাকসু নেতৃবৃন্দসহ চবি’র সর্বস্তরের ছাত্র ছাত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তাঁরা বলেন ভিপি নাজিমের মৃত্যুতে যে ক্ষতি হল তা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ সামাজিক রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে মরহুমের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর ত্যাগী ও সাহসী কর্মকান্ড তাঁকে চিরদিন ছাত্র সমাজসহ সর্বমহলে বাঁচিয়ে রাখবে।
নেতৃবৃন্দ মরহুম ভিপি নাজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এমএ/জই